এবারও আইপিএল অধরা কোহলির কাছে

0

লোকসমাজ ডেস্ক॥ এবারও আইপিএল জেতা হল না বিরাট কোহলির। এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬ উইকেটে হেরে এবারের মতো যাত্রা শেষ হল আরসিবির। বৃহস্পতিবারই জন্মদিন ছিল কোহলির। সতীর্থরা কথা দিয়েছিলেন, অধিনায়ককে আইপিএল ট্রফি দেবেন। কিন্তু শুক্রবার ব্যাটিং ব্যর্থতার জন্য বিদায় নিতে হল কিং কোহলিকে। এদিন মুখ থুবড়ে পড়ল আরসিবি ব্যাটিং। একমাত্র এবিডি’‌ভিলিয়ার্স ছাড়া কেউ রান পেলেন না। ২০ ওভারে মাত্র ১৩১/‌৭ তুলল আরসিবি।
টস জিতে ফিল্ডিং নিয়েছিল হায়দরাবাদ। দ্বিতীয় ওভারেই আঘাত হানেন হোল্ডার। আউট করেন ওপেন করতে নামা বিরাট কোহলিকে (‌৬)‌। দেবদত্ত পাডিক্কালও হোল্ডারের শিকার। ফিঞ্চ ৩২ রান করলেও তা অসি অধিনায়ক সুলভ নয়। মারতে গিয়ে আউট হন বাংলার শাহবাজ নাদিমের বলে। নাদিম এদিন বেশ ভাল বল করলেন। ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট পান। সর্বোচ্চ ৪৩ বলে ৫৬ করেন ডি’‌ভিলিয়ার্স। তিনি না খেললে আরসিবির রান হয়ত ১০০–ও হত না। হায়দরাবাদের হয়ে জেসন হোল্ডার ৩ উইকেট নিলেন। অথচ এই হোল্ডার নিলামে আনসোল্ড ছিলেন। ব্যাট হাতেও নজর কাড়লেন হোল্ডার। শেষ ওভারে পরপর দুটি চার মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। এছাড়া নটরাজন পেলেন দুটি উইকেট। ‌ জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের শুরুটাও ভাল হয়নি। শ্রীবৎস গোস্বামী কোনও রান না করেই আউট হন। ডেভিড ওয়ার্নার করেন ১৭। মণীশ পাণ্ডে করেন ২৪। বাঙ্গালোরের দুই স্পিনার চাহাল ও জাম্পা দুরন্ত বোলিং করলেন। কিন্তু উইলিয়ামসন ও হোল্ডারকে আটকাতে পারলেন না। ৬৭ রানের মধ্যে ৪ উইকেট পড়ে গিয়েছিল হায়দরাবাদের। সেখান থেকে কোনও উইকেট না হারিয়ে ম্যাচ জিতল হায়দরাবাদ। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে উইলিয়ামসন–হোল্ডার যোগ করেন ৬৫ রান। উইলিয়ামসন করেন অপরাজিত ৫০ রান। হোল্ডার করলেন অপরাজিত ২৪। ১৯.‌৪ ওভারে ১৩২/‌৪ তুলে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির বিরুদ্ধে খেলতে হবে হায়দরাবাদকে।