মহানবী (স.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

0

স্টাফ রিপোর্টার॥ ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলা-ফতেপুর গ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা থেকে শুক্রবার জুম্মাবাদ মিছিল সহকারে মুসল্লি ও সাধারণ মুসলমান জমায়েত হন দাইতলা বাজারে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ^নেতাদের প্রতি আহবান জানান। একইসাথে ফ্রান্সের পণ্য বর্জন করারও আহবান জানান তারা। সমাজসেবক মশিউর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় মেম্বর তবিবর রহমান, দাইতলা মসজিদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ফতেপুর উত্তরপাড়া মসজিদের সাধারণ সম্পাদক কায়েম আলী, দাইতলা হাফেজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফেজ আব্দুল মজিদ, ফতেপুর হাফেজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাওলানা রুহুল কুদ্দুস, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা তৌহিদুর রহমান, মুফ্তি আব্দুল ওয়াদুদ, ইয়াসিন আরাফাত প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফতেপুর উত্তরপাড়া জামে মসজিদে গিয়ে শেষ হয়। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোনের ছবিতে আগুন দিয়ে বিক্ষোভ করেন তারা।