লোহাগড়ায় গোপন ভোটে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গতকাল শুক্রবার দুপুরে লোহাগড়ার রামপুর নিরিবিলি পিকনিক স্পটে কাউন্সিলরদের গোপন ভোটে আগামী তিনমাসের জন্য আহ্বায়ক ও দুজন যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। আহ্বায়ক কমিটি ইউনিয়নের নতুন কমিটি গঠন শেষে মূল সম্মেলনের ব্যবস্থা করবে।
দলীয় সূত্র জানায়, লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়নের ৬১ জন কাউন্সিলরের মধ্যে ৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লোহাগড়া উপজেলা শাখার নির্বাচন-২০২০ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন গোপন ব্যালটে ভোট গ্রহণ করে। প্রধান নির্বাচন কর্মকর্তা স. ম ওয়াহিদুজ্জামান মিলু জানান, আহবায়ক পদে জি.এম নজরুল ইসলাম ৩১ ভোট, শরীফ কাসাফুদ্দৌজা কাফি ২২ ভোট ও রবিউল ইসলাম পলাশ ১ ভোট পান। যুগ্ম আহবায়ক একটি পদে কাজী সুলতানুজ্জামান সেলিম ও মো. টিপু সুলতান ২৭ টি করে ভোট পান। তবে সংগঠনকে শক্তিশালী করতে ওই দুজনকেই যুগ্ম আহবায়ক রাখা হয়েছে। নির্বাচিত আহবায়ক জি.এম নজরুল ইসলাম ও যুগ্ম আহবায়ক কাজী সুলতানুজ্জামান সেলিম ও মো. টিপু সুলতান আগামীতে দলকে সুসংগটিত করবে বলে আশা করছি। তাদের নেতৃত্বে দল চাঙ্গা হবে। তারাই পরবর্তী সম্মেলনের ব্যবস্থা করবে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, বিএনপি নেতা মো. আলী হাসান, মাহাবুব মোর্শেদ জাপল, বিএনপি নেতা সৈয়দ আব্দুস সবুর, শামসুল আলম আজাদ, যুবদল নেতা খান মাহমুদ, আহাদুজ্জামান বাটু, মো. রবিউল ইসলাম প্রমুখ।