কচুয়ায় শেখ হেলালের সুস্থতা কামনায় দোয়া

0

কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা ॥ সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সুস্থতা কামনায় কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে দোয়া হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, কচুয়া থানা পুলিশের ওসি মো, মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) সরদার ইকবাল হোসেন, জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, যুদ্ধকালীন কমান্ডার বজলুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রাক্তন কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, সহকারী কমান্ডার আলী আকবর শেখ, গোপালপুর ইউনিয়ন কমান্ডার খোন্দকার সামছুল হক, কচুয়া সদর ইউনিয়ন কমান্ডার আব্দুস সাত্তার তালুকদার, গজালিয়া ইউনিয়ন কমান্ডার আ. লতিফ, রাড়ীপাড়া ইউনিয়ন কমান্ডার আলী আকবর প্রমুখ।