যশোরে ৯৩ নমুনায় করোনায় নতুন ১৪ জন আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৯৩টি নমুনা পরীক্ষায় এই ১০ জনের কোভিড-১৯ পজেটিভ। রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১শ’ ৪১ জন। তবে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, একদিনে নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার বেশি। তিনি আরও জানিয়েছেন, গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ৭৯টি এবং খুলনা মেডিকেল কলেজ হতে ১৪টি মোট ৯৩টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে যশোরে। এর ভেতর খুলনা মেডিকেল কলেজের রিপোর্টে কেউ আক্রান্ত না হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৯টি নমুনা পরীক্ষার রিপোর্টে ১৪ জন করোনা পজেটিভ হয়েছে। সম্প্রতি যশোরে কোন কোন দিন নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা শনাক্তের হার শূন্য এসেছিল। কিন্তু গত কয়েকদিন ধরে আবার আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী হচ্ছে। বিষয়টি নিয়ে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সাথে যোগাযোগ করা হলে তিনি অবশ্য করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে একথা বলতে নারাজ। তিনি বলছেন, আরও দেখতে হবে। তারপর বলা যাবে কি পরিস্থিতি। সম্প্রতি আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার রিপোর্ট আসার পর আবার আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয় সম্পর্কে আরও বলেন, একদিনে আক্রান্তের সংখ্যা বেশি আছে। তবে পরীক্ষার দিক দিয়ে নমুনার সংখ্যাও বেশি বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে, শুক্রবারে করোনা পরীক্ষায় নতুন কোন নমুনা সংগ্রহ করা হয়নি বলে জানা গেছে। আক্রান্তরা হচ্ছেন- যশোর শহরের পালবাড়ী এলাকার নাসরিন (৩৫), শাফি (১২), পুরাতন কসবার জাহিদুল ইসলাম (৪৫), রিপা (৩০), উপশহর ডি-ব্লকের শাহিদা (২৮), শংকরপুর গুরগোল্লার মোড় এলাকার সুমান নন্দী (৩২), আরবপুরের আরেফিন শাকিল (২৮), পুলিশ লাইনের মানিক মোল্যা (৫৭), নিরালা রোডের নিলুফার ইয়াসমিন (৫২), শংকরপুরের জাহির আহমেদ (৪৮), সাভারের শ্যামপুরের আবিদ (৬৫)। এছাড়া জিন্নাত আলী (৭০) করোনায় আক্রান্ত হয়েছেন।