যশোর ফতোয়া বোর্ডের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

0

যশোর জেলা ফতোয়া বোর্ডের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল পণ্ডিতপুকুর লেনস্থ জামে মসজিদে সাংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন হয়। জেলা থানা ও ইউনিয়নের তিন শতাধিক মুফতি এতে উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সভাপতি মুফতি মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদ সভাপতি মাও. আনোয়ারুল করীম যশোরী। মাও. রফিকুল ইসলাম, মাও. আব্দুল মান্নান, মাওলানা বেলায়েত হোসেন, মাও. নাসীরুল্লাহ প্রমুখ। এ সময় ফতোয়া বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উত্থাপন ও আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।