হোয়াটসঅ্যাপে স্টোরেজ ম্যানেজমেন্ট টুল

    0

    লোকসমাজ ডেস্ক॥ স্টোরেজ ম্যানেজমেন্ট টুলকে নতুন করে সাজিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন করে সাজানোর ফলে ব্যবহারকারীরা সহজে তাদের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফোনের মেমরির ওপর থেকে চাপ কমাতে পারবে। প্রতিষ্ঠানটি জানায়, এ সপ্তাহেই বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। এই অপশনটি পাওয়া যাবে সেটিংস> স্টোরেজ অ্যান্ড ডাটা> ম্যানেজ স্টোরেজ এই লোকেশনে।
    প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম ভার্জ জানায়, হোয়াটসঅ্যাপের বর্তমান স্টোরেজ ইউসেজ টুলটিতে খুব সাধারণভাবে স্পেস অনুসারে সব চ্যাটকে সর্ট করা থাকছে। সেখানে প্রতিটি চ্যাট অনুসারে মেসেজের সংখ্যা, ছবি, জিআইএফ ভিডিও এর সংখ্যা দেখাবে। এখান থেকে ব্যবহারকারী খুব সহজে ক্যাটাগরি অনুসারে কনটেন্ট ডিলিট করতে পারবে। তবে একটি সমস্যা হলো সেখান থেকে কনটেন্টটিকে ব্রাউজ করে দেখার সুযোগ থাকছে না। তবে আগের তুলনায় নতুন এই টুলটিতে থাম্বনেইল হিসেবে কনটেন্টগুলো দেখানো থাকবে যেখান থেকে সহজেই ডিলিট করা যাবে। এছাড়া ‘অনেকবার ফরওয়ার্ড করা হয়েছে’ বা ‘পাঁচ মেগাবাইটের চেয়ে বড়’ এভাবেও কনটেন্টগুলোকে ক্যাটাগরি আকারে সাজানো থাকবে। এখান থেকেও ব্যবহারকারী সহজে বেছে নিতে পারবেন কোনও কনটেন্ট তার প্রয়োজন নেই।