ফাউচিকে শিরশ্ছেদের হুমকি: ব্যাননের টুইটার অ্যাকাউন্ট চিরতরে বাতিল

0

লোকসমাজ ডেস্ক॥ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি ও এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে-এর শিরশ্ছেদের কথা বলায় হোয়াইট হা্‌উজের সাবেক প্রধান কৌশল প্রণেতা স্টিভ ব্যাননের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল করেছে টুইটার। ‘সহিংসতাকে গৌরবান্বিত’ করে উপস্থাপনের কারণে এ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
পুনর্নির্বাচিত হলে ফাউচিকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দ্য ওয়ার রুম পডকাস্টে ট্রাম্পের সাবেক প্রচার কৌশলবিদ ও উপদেষ্টা ব্যানন বলেন, ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ রে ও ফাউচিকে বরখাস্ত দিয়ে শুরু হোক। না, সত্যিকার অর্থে আমি আরও বেশি চাই। কিন্তু প্রেসিডেন্ট দয়ালু ও ভালো মানুষ।’ ব্যানন আরও বলেন, আমি আসলে টিউডর ইংল্যান্ডের পুরনো আমলে ফিরে যেতে চাই। আমি তাদের মাথা বর্শার ফলায় ঝুলিয়ে রাখব। ঠিক, আমি তাদের মাথা হোয়াইট হাউসের দুই কোনায় রাখব কেন্দ্রীয় আমলাদের জন্য সতর্কতা হিসেবে। হয় পরিকল্পনার সঙ্গে আসো অথবা নাই হয়ে যাও।’ এ ভিডিওটি টুইটার, ইউটিউব ও ফেসবুকে পোস্ট করেন ব্যানন। পরে টুইটার কর্তৃপক্ষ ভিডিওটি সরিয়ে দিয়ে তার অ্যাকাউন্টটি চিরতরে বন্ধ করে দেয়। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাননের অ্যাকাউন্টটি টুইটারের নীতিমালা লঙ্ঘন করেছে। ইউটিউব ও ফেসবুকও এরইমধ্যে ব্যাননের ভিডিওটি সরিয়ে নিয়েছে।