ফেসবুক নিয়ে বিপদে আন্তর্জাতিক শুটিং ফেডারেশন!

0

লোকসমাজ ডেস্ক॥বিভিন্ন সংস্থার সব রকমের আপডেট জানা যায় তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমেই। আর সেই পেজ-ই যদি ফেসবুক নিজ থেকে মুছে দেয়, তাহলে পরিস্থিতিটা মোটেও স্বস্তিদায়ক হওয়ার কথা নয়। যেমনটি ঘটেছে আন্তর্জাতিক শুটিং ফেডারেশনের (আইএসএসএফ) ফেসবুক পেজের বেলায়। বলা নেই, কওয়া নেই, আচমকাই সংস্থাটির অফিসিয়াল পেজটি মুছে দিয়েছে ফেসবুক! এর ফলে বাধ্য হয়ে একটি ক্যাম্পেইন চালু করতে হয়েছে শুটিং আন্তর্জাতিক শুটিং ফেডারেশনকে। যার নাম দেওয়া হয়েছে, ‘#আনব্লক আইএসএসএফ ফেসবুক।’
টুইটার ও ইন্সটাগ্রাম ছাড়াও বিশ্ব ব্যাপী শুটাররা বিভিন্ন তথ্য জানতে নির্ভর করে থাকতেন সংস্থাটির ফেসবুক পেজের ওপর। তাদের সুবিধার জন্যই পেজটি চালু হয় ২০১০ সালের ১৪ জানুয়ারি। কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হয়ে বিবৃতি দিয়ে সংস্থাটি বৃহস্পতিবার জানায়, ‘গতকাল একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। ফেসবুক কোনও আগাম ঘোষণা ছাড়াই আইএসএসএফের পেজটি মুছে দিয়েছে। এই মুহূর্তে ঠিক কী হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। তাই এখন ইন্সটাগ্রাম, অফিসিয়াল ওয়েব সাইট ও টুইটারের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছি।’ একই সঙ্গে শুটিং অঙ্গনের সবাইকেই সংস্থাটি আহ্বান জানিয়েছে, ফেসবুকের এই সিদ্ধান্ত পাল্টানোর প্রচেষ্টায় তারা যেন ওই ক্যাম্পেইনে অংশ নেন। ঠিক কী কারণে ফেসবুক এমনটি করেছে তা জানা যায়নি অবশ্য। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে কঠোর নীতিমালা অনুসরণ করে থাকে ফেসবুক। সেই নীতি অনুসারে আগ্নেয়াস্ত্র প্রদর্শন সংক্রান্ত বিজ্ঞাপন নিষিদ্ধ।