মধুমতি নদীতে ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা

0

মাগুরা কুষ্টিয়া সংবাদদাতা॥ মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা। মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে নৌকাবাইচের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল।
বার্ষিক নৌকাবাইচ দেখতে বুধবার সকাল থেকেই শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর পাদদেশে ছিল ভিড়। পার্শ্ববর্তী যশোর, ঝিনাইদহ, নড়াইল, ফরিদপুরসহ কয়েকটি জেলার বিভিন্ন শ্রেণিপেশার সব বয়সী নারী-পুরুষ সমবেত হয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। পাশাপাশি ছিল আবহমান গ্রাম-বাংলার লোকজ মেলা। মধুমতি নদীর এলাংখালি ঘাট এলাকা ও নদীর উভয় পাড়ের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে দোকান-পাট ও বাহারি পণ্যের পসরা বসে। উদ্বোধনী আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিকরা।