কোয়ারেন্টিনের সময় কমেছে শ্রীলঙ্কায়

0

লোকসমাজ ডেস্ক॥ আর কোনও অনিশ্চয়তা রইলো না লঙ্কা প্রিমিয়ার লিগ নিয়ে। কোয়ারেন্টিনের কড়াকড়ি নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পরই নিশ্চিত হয়ে গেছে, উদ্বোধনী আসরটি শ্রীলঙ্কাতেই হচ্ছে। একই সঙ্গে আগতদের কোয়ারেন্টিনে বাধ্যতামূলক ১৪দিনও কাটাতে হচ্ছে না। তবে পুরোপুরি প্রস্তুতির জন্য টুর্নামেন্ট শুরুর তারিখটি পিছিয়ে গেছে ৬দিন। এখন ২৭ নভেম্বরই সম্ভাব্য শুরুর তারিখ হিসেবে বলা হচ্ছে। আর পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে একটি স্টেডিয়ামেই। বৃহস্পতিবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি), স্বাস্থ্য কর্তৃপক্ষ ও দেশটির রাষ্ট্রপতি এক সভায় মিলিত হয়েছিলেন। ওই বৈঠকেই নিজেদের দেওয়া প্রস্তাবে সবুজ সঙ্কেত পায় এসএলসি।
শুধু এই টুর্নামেন্টই নয়, আন্তর্জাতিক সফরের জন্য অনেক দিন ধরে একটি বিষয় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল আগতদের জন্য। বাধ্যতামূলক ১৪দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বিদেশিদের। এ ধরনের কোয়ারেন্টিনে স্বাস্থ্য কর্তৃপক্ষ সেটি ৭ দিনে নামিয়ে আনতে রাজি হয়েছে। এর পরেই বিদেশি ক্রিকেটাররা জীবানু সুরক্ষিত বলয়ে অনুশীলনে যোগ দিতে পারবেন। নতুন করে সূচি পেছানোর ফলে বিদেশি ক্রিকেটারদেরও সুযোগ মিলছে শ্রীলঙ্কা সফর করার। অনেক ফ্র্যাঞ্চাইজি বিদেশি কোটা পূরণের সুযোগ খুঁজছিলেন। এ প্রসঙ্গে টুর্নামেন্ট ডিরেক্টর রবিন বীক্রমারত্নে বলেছেন, ‘পিএসএলের পর, যা ১৭ নভেম্বর শেষ হবে, তখন কিছু খেলোয়াড় অবশ্যই আসবে। তারা হয়তো ১৮ বা ১৯ নভেম্বর আসবে। সে হিসেবে টুর্নামেন্ট শুরুর আগে তারা কয়েক দিন অনুশীলন করারও সুযোগ পাবে।’ শুরুর সূচিতে পরিবর্তন আনলেও আয়োজকরা আশা করছেন, আগের প্রস্তাবিত ১৭ ডিসেম্বরেই তারা টুর্নামেন্টটি শেষ করতে পারবেন।