ফেব্রুয়ারিতে আসছে ভারতের করোনার টিকা

0

লোকসমাজ ডেস্ক॥আগামী বছরের ফেব্রুয়ারিতে আসছে ভারতের করোনার টিকা। চলতি মাসে এই টিকার চূড়ান্ত ট্রায়াল চলছে। ট্রায়ালে টিকা নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। দেশটির এক সরকারি কর্মকর্তা বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ভারতের ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ভারত বায়োটেকের উন্নয়ন করা টিকাটির নাম কোভাক্সিন। দেশটির সরকারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) সঙ্গে যৌথভাবে এই টিকার উন্নয়ন চলছে।
আইসিএমআরের বিজ্ঞানী রজনি কান্ত বলেন, ‘টিকার ভালো কার্যকারিতা দেখা গেছে। আশা করা হচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চের কিছু হয়তো পাওয়া যাবে।’
তিনি জানান, তৃতীয় ধাপের ট্রায়াল শেষ হওয়ার আগে জনগণকে করোনার টিকা দেওয়া হবে কিনা সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবেচনার বিষয়।
এ ব্যাপারে ভারত বায়োটেকের সঙ্গে তাৎক্ষনিকভাবে যোগাযোগ করা যায়নি।
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৩ লাখ ৬০ হাজার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৫০ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছে ৭০৪ জন। এর ফলে দেশটিতে করোনায় মৃতের মোট সংখ্যা এক লাখ ২৪ হাজার ৩১৫ জন।