গ্রিসে নতুন করে লকডাউন

0

লোকসমাজ ডেস্ক॥করোনার দ্বিতীয় দফা ঢেউ সামাল দিতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে গ্রিস। বৃহস্পতিবার তিন সপ্তাহের জন্য এই লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, ‘দেরি করার চেয়ে শিগগিরই কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি আমি বেছে নিয়েছি।’
দেশজুড়ে নতুন করে এই লকডাউন শনিবার থেকে কার্যকর হবে। এসময়ে সুপারমার্কেট ও ফার্মেসি ছাড়া খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। বাড়ি থেকে কেউ বের হতে চাইলের সরকার নির্ধারিত সময়ে বের হওয়া যাবে। প্রাথমিক স্কুলগুলো এই সময়ে খোলা থাকবে কিন্তু হাইস্কুলগুলো বন্ধ থাকবে।
ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় গ্রিসে করোনায় আক্রান্তের সংখ্যা অনেক কম। করোনার প্রাদুর্ভাবের পর ফেব্রুয়ারিতে দেশটিতে প্রথম দফায় লকডাউন ঘোষণা হয়েছিল। মে মাসে ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল হয়। অক্টোবরের শুরুর দিকে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তের হার বাড়তে শুরু করেছে।
বুধবার গ্রিসে নতুন করে দুই হাজার ৬৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রথম দফা সংক্রমণের পর দেশটিতে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি। এর ফলে দেশটিতে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৬৭৩ জন।