গিলাতলা দক্ষিণপাড়ায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

0

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি : খানজাহান আলী থানার ৫ নং বিট পুলিশ এর উদ্যোগে ৪ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পালপাড়া মোড়ে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, গুজব এর বিরুদ্ধে সচেতনতার লক্ষে সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে মোঃ মোক্তার বিশ্বাস এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আলহাজ্ব খান হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক , গিলাতলা দক্ষিন পাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বাশার। বক্তব্য রাখেন ৫ নং বিট পুলিশিং অফিসার এস আই হারুনুর রশিদ, এ এস আই আশরাফুল , সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সুফিয়া বেগম, মহসিন মোল্লা ,মাশরুজ্জামান খান সাবু , আনোয়ার হোসেন, ইজাবুল মোল্লা প্রমুখ। সভায় প্রধান অতিথি মাদক,বাল্য বিবাহ, ইভটিজিং , গুজবসহ অনৈতিক কর্মকান্ডের প্রতিরোধে এলাকাবাসির সহযোগিতা কামনা করেন।