চৌগাছা আ.লীগের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর পিতার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মুক্তিযোদ্ধা আবুল কাশেম গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন। বুধবার সকালে মরহুম আবুল কাশেমের মরদেহ দরগাহবরকাটি দাখিল মাদ্রাসা মাঠে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, যশোর জেলা আওয়ামীলীগ নেতা ফারুক আহম্মেদ কচি, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, চৌগাছা উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এনামুল হক, থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব, যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, চৌগাছা পৌরসভার মেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, আ’লীগ নেতা শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম রাজ, আতিয়ার রহমান, আলতাপ হোসেন, মোকাররম হোসেন, শাহ আলম সরকার, এস এম সাইফুর রহমান বাবুল, তারিকুল ইসলাম, সোলাইমান হোসেন, হুমায়ুন কবির সোহেল, মাহাবুবুল আলম রিংকু, শাহাবুদ্দিন চুন্নু বড়মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ইউনুস আলী, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক সোহরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, আনিছুর রহমান আনিচ, প্রেসক্লাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলীসহ সকল ইউপি চেয়ারম্যান, রাজনীতিক, সামাজিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যশোর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।