যশোরে করোনায় মৃত ডা. সাজ্জাদ কামালের স্মরণসভা

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া যশোর ২৫০ শয্যা হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সৈয়দ সাজ্জাদ কামাল হিরুর সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে গতকাল দুপুরে এ আয়োজন করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন। মরহুমের কর্ম ও জীবনী সম্পর্কে আলোচনা করেন- যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন, বিএমএ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. আবুল বাশার, যশোর মেডিকেল কলেজের এনেসথেশিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এবিএম আহসান হাবিব, কার্ডিওলজিস্ট কনসালট্যান্ট ডা. তৌহিদুল ইসলাম, ডা. দিপাঞ্জন সাহা, ইন্টার্নি চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. তুষার কবীর, উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসি বেগম ও পরিসংখ্যানবিদ মুরাদ হোসেন। গত ১ নভেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ডা. সৈয়দ সাজ্জাদ কামাল হিরু মৃত্যুবরণ করেন। এদিকে, গতকাল যশোরে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ভেতর ৩ জন যশোর সদরের। ১ জন ঝিকরগাছার। ৮৯টি নমুনা পরীক্ষায় ওই ৪ জন করোনায় আক্রান্ত হন। এ নিয়ে যশোরে এ পর্যন্ত ৪ হাজার ১শ’ ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।