যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আরও দু’জন হাসপাতালে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে প্রতিনিয়ত ঘটছে গোলযোগের ঘটনা। অবস্থানকারী কিশোরদের এক পক্ষের হামলায় মোস্তাকিন (১৬) নামে অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে। এছাড়া শারীরিকভাবে হাকিম বাবু শান্ত (১৯) নামে অপর আরও এক কিশোর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। দু’জনকে গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আহত মোস্তাকিন জানিয়েছেন, সে সন্ধ্যায় তার সাথে একই কক্ষে থাকা কিশোর তাকে বেদম মারপিট করলে সে গুরুতর আহত হয়। মোস্তাকিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গয়ারমারী গ্রামের মো. দরুলের পুত্র। মাদক মামলার আসামি হিসেব্ ে১ মাস আগে তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে আনা হয়।
অপরদিকে, একইদিন বিকেলে হাকিম বাবু শান্ত ওই কেন্দ্রে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ফুটবল খেলা করতে গিয়ে পড়ে গেলে সে অসুস্থ হয়। হাকিম বাবু বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোকুলপুরের বেলাল হোসেনের পুত্র। হাকিম বাবু জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি হিসেবে তাকে ২০১৮ সালে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। গত ৩ নভেম্বর রাতে মোস্তাকিন ও হাকিম বাবুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।