নানা কর্মসূচির মধ্য দিয়ে : তরিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, যশোর উন্নয়নের কারিগর, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবিসংবাদিত নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল বুুধবার ৪ নভেম্বর ছিল এই জননেতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ৫দিনব্যাপী গৃহীত কর্মসূচির দ্বিতীয় দিন ছিল গতকাল। এ দিনে পালিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, স্মরণসভা, দরিদ্র ও এতিমদের মধ্যে পোশাক বিতরণ, খাবার বিতরণ, ওষুধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান। বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। এ সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলাম। সকাল ১০টায় জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কবর জিয়ারতের মধ্যে দলের দিনের কর্মসূচি শুরু হয়। যশোর জেলা বিএনপির পাশাপাশি খুলনা বিভাগের অন্যান্য জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কবর জিয়ারত করেন। এরপর অনিন্দ্য ইসলাম অমিত বিএনপি দলীয় কার্যালয়ে জেলা মৎস্যজীবী দলের আয়োজনে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পোশাক তুলে দেন। পরে একই স্থানে জেলা ছাত্রদলের আয়োজনে, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। এরপর অনিন্দ্য ইসলাম অমিত দড়াটানা

ভৈরব চত্বরে এইচ-ড্যাবের করোনা মোকাবেলায় রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। তিনি জেলা যুবদল আয়োজিত নগরের ওয়াপদা গ্যারেজ মোড়, জিলা স্কুল মোড়, রেলগেট তেঁতুলতলা, রায়পাড়া তুলোতলা মোড়, বেজপাড়া শংকরপুর আজিজিয়া মাদ্রাসা, আলহাজ্ব মতিউর রহমান মহিলা মাদ্রাসা, নাজির শংকরপুর, জিরোপয়েন্ট মোড়, বকচর কোল্ড স্টোর মোড়, আর.এন. রোডসহ বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়াও তিনি নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে হাইকোর্ট মোড়স্থ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে। চাঁচড়া ইউনিয়ন বিএনপি আয়োজনে পুলেরহাট বাজারে, কাশিমপুর ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ডাকাতিয়া গ্রামে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।

এদিকে, মরহুম তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর ৬ সদর উপজেলা বিএনপির আয়োজনে পৌর ও উপজেলা বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে জিয়ারতসহ দিনব্যাপী অন্যান্য সকল কর্মসূচি অংশ নেন- যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, প্রফেসর গোলাম মোস্তফা, অ্যাড. নজরুল ইসলাম, মোঃ মুছা, আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক মশিয়ুর রহমান, সদস্য সচিব অ্যাড. আব্দুল মজিদ,

নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর অ্যাড. শহীদ ইকবাল হোসেন, অভয়নগর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আবু হাসান জহির, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু, চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, কেশবপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেন্দ্রীয় যুবদলের খুলনা বিভাগীয় সহসাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, এইচ ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুৃহিন প্রমুখ। যশোরের পাশাপাশি খুলনা বিভাগের অন্যান্য জেলা ও উপজেলায় মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।