বিভিন্ন স্থানে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

0

লোকসমাজ ডেস্ক॥ বরেণ্য রাজনীতিক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় বিএনপি কর্মসূচি পালন করেছে। গৃহিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা ও দোয়া মাহফিল। সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত খবর-
খুলনা : বেলা ১১টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঞ্জু বলেন, তরিকুল ইসলাম ছিলেন আগাগোড়াই একজন আদর্শবাদী রাজনীতিবিদ। মাটি মানুষের প্রতি অঙ্গীকার থেকে যারা রাজনীতি করেন, তাদের জীবন ধারায় সাফল্য ব্যর্থতা আর জেল-জুলুমের যে পর্বগুলো অনিবার্য হয়ে ওঠে তরিকুল ইসলামেরও তাই। ঔপনিবেশিক আমলে জন্ম নেয়া এ ব্যক্তির পঞ্চাশ ও ষাটের দশকের শিক্ষা জীবনকালে আদর্শবাদী রাজনীতির প্রধান এজেন্ডা ছিল বৈষম্য ও শোষণমুক্তি। ছাত্রজীবনেই তিনি সেই রাজনীতিতেই দীক্ষা নেন। ১৯৬৩-১৯৬৪ সালে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে মাইকেল মধুসূদন কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৬২ সালে যশোর মাইকেল মধুসূদন কলেজের জরাজীর্ণ শহীদ মিনার মেরামত করতে গেলে তৎকালীন সামরিক সরকার তাঁকে গ্রেফতার করে। এরপর ১৯৬৮ সালে আইয়ুববিরোধী আন্দোলন করে নয় মাস রাজশাহী এবং যশোরে কারাভোগ করেন তরিকুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ঊনসত্তরের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়ায় আবারো কারাভোগ করেন তিনি। এরশাদ শাসন এবং ওয়ান ইলেভেনের সরকারের সময়ও কারাবরণ করতে হয় তাকে। নগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, অধ্য তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, মোল্লা খায়রুল ইসলাম, চৌধুরী কাওসার আলি, অ্যাড. তাসলিমা খাতুন ছন্দা, আব্দুর রকিব মল্লিক, সিরাজুল হক নান্নু, আশরাফুল আলম নান্নু, মো. শাহজাহান, ইকবাল হোসেন খোকন, নিজামউর রহমান লালু, শাহিনুল ইসলাম পাখি, ওহেদুজ্জামান রানা, সাজ্জাদ আহসান পরাগ, বিপ্লবুর রহমান কুদ্দুস, নাজমুস সাকিব পিন্টু, শাহানাজ ইসলাম, মোল্লা কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঢাকা সিটির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা কামনায়ও দোয়া করা হয়।

চৌগাছা: সকালে শহরের ধনী প্লাজায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।এ সময় দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা মরহুম তরিকুল ইসলামের স্মরণে তার কর্ম ও জীবনী নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস অলী দফাদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ ছালাম, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাবেক কাউন্সিলর মোবারক হোসেন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেন, বিএনপি নেতা তরিকুল ইসলাম ডবলু, মোস্তাফিজুর রহমান মোস্তাক, ওহিদুল ইসলাম ভোদড়, আব্দুল হোসেন মেম্বার, আলা উদ্দীন, পৌর কাউন্সিলর আনিসুর রহমান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, পৌর যুবদল নেতা মঈন উদ্দীন মঈন, যুবদলনেতা আলম দফাদার, ফারুক হোসেন, সালাউদ্দীন আহমেদ, জহুরুল ইসলাম, লিটন হোসেন, দোলাল হোসেন, আবু বক্কর সিদ্দীক, জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আলী বুদ্দীন খান, সেচ্ছাসেবক দল নেতা রকিব উদ্দীন রুবেল, রাজু আহমেদ, লিটন হোসেন, মইফুল হোসেন, সাইফুল ইসলাম রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা জহুরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।এছাড়া চৌগাছার হাকিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দিন বিকেলে পরশমণী কিন্ডারগার্টেন স্কুল মাঠে মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনতার ঢল নামে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, হাকিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাজ্জাদ হোসেন। মরহুম নেতার স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য দেন, সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র সাহিদুল ইসলাম, হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শামছুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার আরিফুল ইসলাম তুহিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন। এ সময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের শ শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। জননেতা তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য দিতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। আলোচনা সভা শেষে প্রিয় নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

রূপদিয়া (যশোর) : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে নরেন্দ্রপুরে। এ উপলক্ষে বুধবার ৪ নং ওয়ার্ড বিএনপি রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করে।৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন লাল্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আবদার হোসেন খান, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ওলিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিশ^াস, সাধারণ সম্পাদক এস এম আবু রাসেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল গোলদার, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ।


মনিরামপুর: থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয়ের পাশে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং থানা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টুর পরিচালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, হরিহরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার, ঝাপার সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কাশিমনগরের সভাপতি ইউপি চেয়ারম্যান আহাদ আলী,নেহালপুরের সধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নজমুস সাদত, ঢাকুরিয়ার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান,কুলটিয়ার সভাপতি নাজমুল হক লিটন প্রমুখ।
সাতক্ষীরা : সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান মো. আব্দুর রউফ, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, চেয়ারম্যান মাসুদুল আলম, আশেক এ এলাহী মুন্না, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, সদস্য সচিব সালাউদ্দীন লিটন, কেন্দ্রীয় মহিলাদলের সদস্য নূরজাহান পারভীন ঝর্ণা, জেলা মহিলাদলের যুগ্ম আহবায়িকা সালেকা হক কেয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছোলায়মান কবির, দেবহাটা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. শফিকুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য মো. শের আলী। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক খায়রুজ্জামান রঞ্জু। স্মরণসভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কালীগঞ্জ (ঝিনাইদহ) : সকালে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মাহবুবার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, আয়নাল হাসান, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ।
মহেশপুর: বিকেলে মহেশপুর বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম শাহজামান মোহন, পৌর বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম খান চুন্নু,সদস্য সচিব সোহাগ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজেদুজ্জামান কাজল, পান্তাপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব নাজমুল হুদা, নাটিমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান বুদোসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

ফুলতলা (খুলনা) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম, দলের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা এবং খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও ভাষা সৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই’র আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। বুধবার বিকেলে ফুলতলা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. সেলিম সরদার। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি এস এ রহমান বাবুল। শেখ আব্দুস সালামের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসকাবের সভাপতি শামসুল আলম খোকন, বিএনপি নেতা হারুন অর রশিদ, আনোয়ার হোসেন বাবু, নজরুল ইসলাম মোল্যা, মো. জাহিদুল ইসলাম, ডা. আব্দুল গনি, মহিউদ্দিন শেখ, আব্দুল হালিম, আনোয়ার হোসেন, আক্তার হোসেন, তুষার মোল্যা, সিরাজুল ইসলাম, আক্তারুজ্জামান কচি, আনিছুর রহমান রনি, সৈয়দ আল শাকিল, আল আমিন সানা, মো. মহিউদ্দিন প্রমুখ। পরে মরহুম তিন নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।