মাইলফলকের ম্যাচে নামছেন মেসি

0

লোকসমাজ ডেস্ক॥ চ্যাম্পিয়নস লিগে বুধবারের ম্যাচের আগে ভিন্ন ইস্যুতে জড়িয়েছে লিওনেল মেসির নাম। কয়েক দিন আগে সাবেক বার্সা কোচ কিকে সেতিয়েন দাবি করেছেন, মেসিকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। অবশ্য ডায়নামো কিয়েভের মুখোমুখি হওয়ার আগে এসব তথ্য উড়িয়ে দিয়েছেন নতুন কোচ রোনাল্ড কোম্যান। আজ বুধবার দিবাগত রাতে তৃতীয় জয়ের আশায় মাঠে নামবে তার শিষ্যরা। রাত ২টায় ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন-১। ‘জি’ গ্রুপে দুর্দান্ত সূচনা করা বার্সা আজকেও সহজ জয় আশা করতেই পারে। করোনার হানায় পুরোপুরি কোণঠাসা তাদের প্রতিপক্ষ ইউক্রেনিয়ান ক্লাব ডায়নামো। করোনা পজিটিভ হওয়ায় ১১ খেলোয়াড় চলে গেছেন সাইড লাইনে। ফলে শক্তিশালী বার্সার পরীক্ষা নেওয়ার মতো রসদ নেই এই দলের। তার ওপর মেসির জন্য ম্যাচটি মাইলফলকের। উয়েফার ক্লাব প্রতিযোগিতায় ১৫০তম ম্যাচ খেলতে নামবেন আজ। সঙ্গে গ্রুপ পর্বের সর্বোচ্চ গোলের (৭০) রেকর্ডটা আরও সমৃদ্ধ করার সুযোগও থাকছে। বার্সার জন্য আরও সুসংবাদ হলো হাঁটুর চোট সারিয়ে ফেরার অপেক্ষায় গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন।
অপর দিকে মৃত্যুকূপ ‘এইচ’ গ্রুপে কঠিন পরীক্ষার মুখোমুখি পিএসজি। সর্বশেষ ম্যাচে বাসেকশেহিরকে হারালেও আজকে লিপজিগের বিপক্ষে আক্রমণ ভাগের তিন তারকাকেই পাচ্ছে না তারা। চোট নিয়ে আগেই ছিটকে গেছেন নেইমার, মাউরো ইকার্দি। তাই সব ভার গিয়ে পড়েছিল কিলিয়ান এমবাপ্পের কাঁধে। এবার চোটের তালিকায় যুক্ত হয়েছে তার নামটিও! ফলে আক্রমণ ভাগ সাজানো নিয়ে পিএসজি কোচ টুখেল বড় পরীক্ষার মুখোমুখি। রাত ২টায় ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন-৩। একই গ্রুপে রাত ১১টা ৫৫ মিনিটে বাসেকশেহিরের মুখোমুখি হবে দুই ম্যাচ জেতা ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি দেখাবে সনি টেন-২। এদিকে মৌসুমের প্রথম চ্যাম্পিয়নস লিগে আজকেই খেলতে নামছেন জুভেন্টাস তারকা রোনালদো। করোনা মুক্ত হতে যার সময় লেগেছে ১৯ দিন! যে কারণে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচে বার্সার কাছে ধরাশায়ী হতে হয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নদের। তবে দলে তার উপস্থিতি কতটা প্রভাব ফেলে, এর ঝলক দেখা গেছে সব শেষ সিরি আ’র ম্যাচেই। স্পেজিয়ার বিপক্ষে রোনালদোর নৈপুণ্যেই জয়ে ফিরেছে জুভেন্টাস। তার ওপর আজ বিশেষ উপলক্ষ ইতালিয়ান জায়ান্টদের জন্য। আজ জিতলে শততম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ জিতবে তারা। রাত ২টায় ম্যাচটি দেখাবে সনি টেন-২। একই সময়ে আরও মুখোমুখি হবে চেলসি-রেঁনে। দেখাবে সনি সিক্স। ক্লাব ব্রুজ মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের।