‘বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ জেতার অবস্থানে নেই’

0

লোকসমাজ ডেস্ক॥ লা লিগায় দুঃস্বপ্ন কাটছে না, অথচ চ্যাম্পিয়নস লিগে সেই বার্সেলোনাই এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। ফেরেঙ্কভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর জুভেন্টাসের মাঠ থেকে ফিরেছে ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে। এরপরও কাতালানদের ইউরোপিয়ান প্রতিযোগিতাটি জেতার সম্ভাবনা দেখছেন না তাদের আজ (বুধবার) দিবাগত রাতের প্রতিপক্ষ ডায়নামো কিয়েভের কোচ মির্চা লুচেস্কু। অভিজ্ঞ এই কোচের দৃষ্টিতে চ্যাম্পিয়নস লিগ জেতার অবস্থানে নেই বার্সেলোনা। ইউরোপসেরার লড়াইয়ে বার্সেলোনা আলো ছড়ালেও রোমানিয়ান কোচ আমলে নিচ্ছেন লা লিগার পারফরম্যান্সও। স্প্যানিশ প্রতিযোগিতায় ৩ পয়েন্ট চালুর পর নিজেদের বাজে শুরুর লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছে রোনাল্ড কোম্যানের দল। ছয় ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮। ২০০২-০৩ মৌসুমের প্রথম ছয় ম্যাচেও একই পয়েন্ট পেয়েছিল আরেক ডাচ কোচ লুই ফন গালের বার্সেলোনা। এর সঙ্গে দাগ কেটে আছে গত চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের লজ্জা। বার্সার বর্তমান পরিস্থিতি আমলে নিয়ে কিয়েভ কোচ লুচেস্কু বলছেন, ‘বায়ার্ন মিউনিখ ম্যাচের পর এমনিতেই বোঝা গিয়েছিল বার্সেলোনায় অনেক পরিবর্তন আসছে। তাদের স্কোয়াডে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, তবে সবকিছু কাটিয়ে উঠতে তাদের সময় লাগবে।’ তাই এবারের চ্যাম্পিয়নস লিগের শিরোপা দৌড়ে বার্সেলোনাকে রাখছেন না ৭৫ বছর বয়সী কোচ, ‘আমার মনে হয় না এই মুহূ্র্তে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ জেতার অবস্থানে আছে। বরং বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ত জার্মেই এগিয়ে রয়েছে।’ লিওনেল মেসি থাকায় বার্সেলোনার নতুন শুরুর আশা দেখছেন তিনি। তবে নতুন কোচ কোম্যানের গুছিয়ে নিতে যে সময় লাগবে, সেই বাস্তবতাও সামনে আনলেন লুচেস্কু, ‘তাদের লিওনেল মেসির মতো খেলোয়াড় আছে, এটা গুরুত্বপূর্ণ। যদিও সব গুছিয়ে নিতে একজন নতুন কোচের অন্তত ছয় মাস সময় লাগে। বার্সেলোনা লা লিগার চেয়ে চ্যাম্পিয়নস লিগে ভালো খেলছে, এটার কারণ হলো ঘরোয়া প্রতিযোগিতার প্রতিপক্ষরা তাদের সম্পর্কে ভালো জানে।’