অভয়নগরে এনজিও কর্মকর্তাকে অপহরণ ঘটনায় আটক দুজনের আদালতে স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগরে এনজিও কর্মকর্তা ইকবাল জাহিদকে অপহরণ ও চাঁদা দাবির ঘটনায় আটক রবিউল ইসলাম ও আব্দুল মালেক মঙ্গলবার আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে বিচারক শম্পা বসু তাদের জবানবন্দি গ্রহণ করেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আটক রবিউল ইসলাম বুইকারা গ্রামের মুজিবর হাওলাদার ও আব্দুল মালেক পাঁচকবর এলাকার মৃত আব্দুল গনি সরদারের ছেলে। উল্লেখ্য, ইকবাল জাহিদ আল-আরাফা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ফিল্ড অফিসার হিসেবে অভয়নগরের দায়িত্বে আছেন। অভয়নগরের ইছামতি গ্রামের এনজিও’র ১০ সদস্যের ৭৬ হাজার টাকা নিয়ে তার সাথে বিরোধ বাধে। গত ১ নভেম্বর তিনি বিরোধ মীমাংসার জন্য ইছামতি গ্রামের কনার বাড়িতে যান। এ সময় কনা ও তার ভাই স্থানীয় লোকজন দিয়ে তাকে আটকে রাখেন এবং তার কাছে ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করা হয়। বিষয়টি এনজিও’র ক্যাশিয়ারকে জানানো হয়। কিন্তু উল্লিখিত আসামিরাসহ তাদের সহযোগীরা সন্ধ্যায় সেখানে গিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেন। পথে আসামিরা তার কাছে মুক্তিপণ দাবিতে মারপিট করেন এবং হত্যার হুমকি দেয়। বিষয়টি ইকবাল জাহিদ মোবাইল ফোনে তার স্ত্রীকে জানান। এরপর খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ইকবাল জাহিদকে উদ্ধার ও আসামিদের আটক করে।