যশোর বিআরটিএ অফিসে অভিযান, ৩ দালালকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর বিআরটিএ অফিসে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ৩ দালালকে আটক ও তাদেরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান। পেশকার শেখ জালাল উদ্দিন জানান, দুপুর একটার দিকে ভ্রাম্যমাণ আদালত শহরে বকচরস্থ বিআরটিএ অফিস কেন্দ্রিক দালাল উচ্ছেদে অভিযান চালান। এ সময় বিআরটিএ অফিস এলাকা থেকে দুজন দালালকে আটক করেন। এরা হচ্ছেন-সদর উপজেলার পাঁচাবাড়িয়া গ্রামের বদর উদ্দিন মোল্যার ছেলে নাজমুল হক ও শহরের পূর্ব বারান্দীপাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে মো. পিরু। তাদের কাছ থেকে গ্রাহকের কয়েকটি আবেদনপত্র জব্দ করা হয়। পরে আদালত তাদেরকে ২’শ টাকা করে মোট ৪’শ টাকা জরিমানা আদায় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এছাড়া আদালত সেখানকার শাহীন ট্রেডার্সে অভিযান চালিয়ে বিআরটিএ অফিসে দালালি সংক্রান্ত কাগজপত্র জব্দ করেন। এ সময় আদালত দোকানের ম্যানেজার রতন মিয়াকে আটকের পর তাকে ১ হাজার টাকা জরিমানা করেন। রতন মিয়া শহরের শংকরপুরের ফজলুল হকের ছেলে।