ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক পরিবারের ৪ জনসহ ৫ অ্যাম্বুলেন্স আরোহী নিহত

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা॥ কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং তাদের মধ্যে ৪ জন একই পরিবারের। আহত হয়েছেন আরও একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওয়াহিদসহ স্থানীয় সূত্র জানায়, লোহাগড়ার একটি বেসরকারি অ্যাম্বুলেন্স পাবনা মানুসিক হাসপাতাল থেকে সদ্য সুস্থ হওয়া রোগী নাদিয়া আরবীকে নিয়ে নড়াইলের লোহাগড়ায় আসছিল। পথিমধ্যে কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারের কাছে একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স যাত্রী লোহাগড়ার ৪ জনসহ যশোরের এক জন মারা যান। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ নিহত ৫ জনকে উদ্ধার করে। নিহতরা হলেন-লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামের বাসিন্দা মোটরগ্যারেজ মিস্ত্রি মফিজ উদ্দিন (৪৩), তার স্ত্রী নাদিয়া আরবী (৩৮), ছেলে ইফাদ হাওলাদার (১৬), অ্যাম্বুলেন্সের চালক দাসেরডাঙ্গা গ্রামের টিপু সুলতান (৩৮) ও যশোরের বাসিন্দা নিহত মফিজ উদ্দিনের শ্যালক আলিম শেখ (৩৪)। এছাড়াও মফিজের অপর শ্যালক আহত ইনছান শেখ (৩৫) কে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানা পুলিশের ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ‘দুর্ঘটনার খবর শুনেছি। খুবই বেদনাদায়ক ঘটনা।’