সংঘর্ষ থামাতে গিয়ে মৃত্যু হলো নারীর

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপার পল্লীতে নিজ জামাইয়ের সাথে প্রতিপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে মারা গেছেন লতা বালা (৫৫) নামের এক আদিবাসী নারী। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আটটার দিকে ঝিনাইদহের শৈলকুপার কাচেরকোল ইউনিয়নের মধুদহ আদিবাসী পল্লীতে। এদিকে মারা যাওয়া নারীর ছেলের অভিযোগ, কিলঘুষিতেই তার মায়ের মৃত্যু হয়েছে। নিহত লতা বালা আদিবাসী পল্লীর আসু সরকারের স্ত্রী। স্থানীয়রা জানান, লতা বালার জামাই বিদ্যুৎ সরকার ও একই পল্লীর খোকন সরকারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার রাত আটটার দিকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে বিদ্যৎ সরকারের শাশুড়ি লতা বালা ঘটনাস্থলেই মারা যান। তবে, লতা বালার ছেলে রাম সরকারের অভিযোগ, তার ভগ্নিপতির সাথে খোকন সরকারের সংঘর্ষের সময় এলোপাতাড়ি কিলঘুষিতে তার মায়ের মৃত্যু হয়েছে। শৈলকুপা থানা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংঘর্ষ দেখে আতঙ্কে লতা বালা মারা গেছেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।