তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী : খুলনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ

0

খুলনা ব্যুরো ॥ শতাধিক আন্দোলনসমূহের সাহসী নেতা খুলনা বিভাগের কৃতী সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এদিন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।