শিরোমনিতে রেল লাইনের পাশের মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা, দুর্ঘটনার আশঙ্কা

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা নগরীর শিরোমনি স্টেশন এলাকার যোগিপোলে রেলওয়ের উঁচু জমি জলাশয় দেখিয়ে লিজ নিয়ে ওই জমি থেকে মাটি খনন করছে একটি প্রভাবশালী মহল। যোগিপোল ৯ নং ওয়ার্ড এর ( নিকেরী পাড়া ) টাওয়ার এর পাশে মরহুম আবুল হোসেন এর ছেলে শেখ নুর ইসলাম (শুনু) ও মোহাম্মাদ আলীর ছেলে শেখ মাসুদ পারভেজ গত বছরের ৬ নভেম্বর রেলওয়ে পশ্চিম এর কার্যালয় থেকে ০. ৫৫ শতক ভুমি লিজ নেন । যার মধ্যে দখলে রয়েছে ০.৭২০৮ একর ।
জলাশয় না থাকার পরও ভুল তথ্য দিয়ে উঁচু জমিকে জলাশয় দেখিয়ে তারা রেলওয়ের জায়গা লিজ নেন। এ কাজে রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা জড়িত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গত ৩০ অক্টোবর থেকে ওই জমিতে শ্রমিক দিয়ে প্রায় ৬ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে পিকআপে করে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এর ফলে রেল লাইন ঝুঁকির মধ্যে রয়েছে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, লিজ গ্রহীতা শেখ নুর ইসলামের নিজ বাড়িতে প্রায় ১০ শতক জমি রেলওয়ের মাটি দিয়ে ভরাট করা হয়েছে। সরকারি জমির মাটি কিভাবে কাটা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী ( যশোর ) ওয়ালিউল হক জানান এ খবর জানা মাত্র আমি মাটি কাটা বন্ধ করে দিয়েছি। তিনি আরও বলেন, লিজ নিয়ে সরকারি মাটি কাটার কোন সুযোগ নেই। যদি কেটে অন্যত্র নিয়ে থাকে তাহলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে । স্থানিয় বাসিন্দা মান্নান মিয়া বলেন, কয়েকদিন ধরে মাটি কাটা হচ্ছে এ ব্যাপারে রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের বারবার বলা হলেও তাদের ভূমিকা ছিলো রহস্যজনক। পরে এলাকাবাসী খানজাহান আলী থানায় খবর দিলে থানার এস আই বাশার ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন । এদিকে স্থানীয়রা জানান, রেলওয়ের জমি থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে যেকোন মুহূর্তে রেল লাইন বসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপরে দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।