ধর্মীয় পোশাক পরার বিজ্ঞপ্তিদাতা জনস্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালক ওএসডি

0

লোকসমাজ ডেস্ক॥ মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের ধর্মীয় বিধি মেনে পোশাক পরে অফিস করতে বিজ্ঞপ্তি জারি করা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বারিত এক আদেশে এ কথা জানানো হয়েছে। ডা. তানভীর আহমেদ চৌধুরীকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৮ অক্টোবর ওই বিজ্ঞপ্তি জারির পর সমালোচনার মুখে ভুল স্বীকার করে তা প্রত্যাহার করে নিয়ে মা চেয়েছিলেন আবদুর রহিম। তবে এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এদিকে একই আদেশে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকেও ওএসডি করা হয়েছে। অধ্যাপক বড়ুয়ার বিরুদ্ধে হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার বিভাগীয় মামলা করে স্বাস্থ্য সেবা বিভাগ। পরিচালক পদে নিয়োগ না হওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী হাসপাতালের উপ-পরিচালক ডা. কেএম মামুন মোর্শেদকে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।