তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের কর্মসূচি

0

স্টাফ রিপোর্টার ॥ আজ ৪ নভেম্বর বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য যশোর উন্নয়নের কারিগর সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে যশোর জেলা বিএনপিসহ অঙ্গসহযোগী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করছে। যশোরের পাশাপাশি খুলনা বিভাগের অন্যান্য জেলা এবং সকল উপজেলায় পালিত হচ্ছে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, স্মরণসভা, বিনামূল্যে ওষুধ বিতরণ, দোয়া মাহফিল, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, পোশাক বিতরণ ও রক্তদান।
সকল কর্মসূচি পালিত হবে স্বাস্থ্যবিধি মেনে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন এসব কর্মসূচির কথা জানান। সকাল ১০টায় যশোর শহরের কারবালা কবরস্থানে জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং তাদের অধীনস্থ সকল ইউনিটের নেতা-কর্মীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হবে। লোকসমাজ পরিবার ও পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক তরিকুল ইসলামের কবর জিয়ারত করবে। বেলা ৩টায় জেলা বিএনপির আয়োজনে বিডি হলে অনুষ্ঠিত হবে স্মরণসভা। যশোর নগর বিএনপি ও সদর উপজেলা বিএনপির আয়োজনে পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন মসজিদে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জেলা যুবদলও পৃথকভাবে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করবে। সকাল ১১টায় জেলা মৎস্যজীবী দল বিএনপি কার্যালয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করবে। সাড়ে ১১টায় একই স্থানে জেলা ছাত্রদল স্বেচ্ছায় রক্তদান ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করবে। হোমিওপ্যাথিক চিকিৎসকদের সংগঠন (এইচ ড্যাব) যশোর জেলা শাখা সকাল ১১টায় দড়াটানা ভৈরব চত্বরে করোনা মোকাবেলায় রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করবে।