তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীর ৫ দিনের কর্মসূচি শুরু : স্বেচ্ছাসেবক দলের হুইল চেয়ার বিতরণ : মহিলাদলের দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য যশোর উন্নয়নের কারিগর সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঁচদিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার কর্মসূচির প্রথম দিনে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের পাশাপাশি চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করব। জেলা মহিলা দল তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা বিচএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তরিকুল ইসলামের রাজনৈতিক শিক্ষা। আজ স্বেচ্ছাসেবক দল শারীরিকভাবে চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার প্রদানের মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গোলাম মোস্তফা, আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিক বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, গোলাম হায়দার ডাবলু, জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না, বর্তমান সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত সকল অতিথিদের সাথে নিয়ে শারীরিকভাবে চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল। পরে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল। বাদআছর জেলা মহিলা দলের আয়োজনে শহরের ঘোপ জেলা রোডে দলের সহ-সভানেত্রী মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমের বাসভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা জোসনা আলিম, সহ-সভানেত্রী মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদিকা রাশিদা রহমান, নগর মহিলাদলের সাধারণ সম্পাদিকা শামসুন্নাহার পান্না, সাংগঠনিক সম্পাদিকা সাবিয়া সুলতানা, কোতয়ালি থানা মহিলাদলের সাধারণ সম্পদিকা মাসুদা ফারুক মিনু, যুগ্ম সম্পাদিকা সেলিনা পারভিন শেলী, মহিলা দলনেত্রী সুফিয়া বেগম, আনোয়ারা পারভিন আনু প্রমুখ।