যশোরে করোনা উপসর্গে একজনের মৃত্যু : ডাক্তারসহ দুজন আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ করোনার উপসর্গ নিয়ে গতকাল সকালে জুলহাস হাজী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। সূত্র জানিয়েছেন, করোনার উপসর্গ নিয়ে গত ২ নভেম্বর রাত পৌণে ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জুলহাস হাজীর বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খড়োমান্দারতলা গ্রামে। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এদি­েক যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, করোনার দ্বিতীয় ওয়েব-এ গতকাল যশোরে একজন চিকিৎসকসহ ২ জন কোভিড সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ১৮টি নমুনা পরীক্ষা করে ওই দু’জন আক্রান্ত হন। তাদের ২ জনই যশোর শহরের বাসিন্দা। আক্রান্তরা হলেন, শহরের রেলগেট এলাকার ডাঃ সজিব রায় (২৯) ও কাঁঠালতলা এলাকার সালমা বেগম (৬০)। এনিয়ে যশোরে মোট ৪ হাজার ১শ ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় ১৭ হাজার ১শ ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় ১৭ হাজার ৪শ ৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে।