চোট মুক্ত হলেই রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে ফিরবেন, বললেন সৌরভ

0

লোকসমাজ ডেস্ক॥ অস্ট্রেলিয়া সফরকামী ভারতীয় দল থেকে হিটম্যান রোহিত শর্মার বাদ পড়ার ঘটনা নিয়ে যাবতীয় গুঞ্জনে জল ঢেলে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। যারা আইপিএল-এ রোহিতের মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা নিয়ে আঙ্গুল তুলছিলেন, তাদের সাফ জবাব মহারাজের- ‘রোহিত ভারতীয় দলের অপরিহার্য ব্যাটসম্যান। চোট নিয়ে আইপিএল খেলছে। অস্ট্রেলিয়া সফরে আরও চোটের বিস্তার ঘটলে রোহিতের ক্ষতি হয়ে যাবে। চোটমুক্ত হলেই রোহিত ভারতীয় দলে চলে আসবেন। অস্ট্রেলিয়া সফর শুরুর আগে যদি তিনি চোট মুক্ত হন তাহলে তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হবেন’। ইশান্ত শর্মা সম্পর্কেও সৌরভ বলেছেন, চোট সারিয়ে ইশান্ত অস্ট্রেলিয়ায় টেস্ট দলে ফিরতে পারেন। সৌরভের এই বক্তব্যের পরে রোহিতের বাদ পড়া নিয়ে তির্যক মন্তব্যগুলি বন্ধ হবে। রোহিতের বাদ পড়া প্রসঙ্গে অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর নীরবতা অনেক বিভ্রান্তির সৃষ্টি করেছিল। সৌরভ ভারতীয় দলের অস্ট্রেলিয়ায় সাফল্য সম্পর্কে আশাবাদী। বললেন, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার থাকায় অসিদের শক্তি অনেক বেড়েছে, কিন্তু ভারতীয় দলটি সুষম। অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা রাখে।