পাইকগাছায় সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় সরকারি রাস্তার ধারের গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কর্তনকৃত গাছ স্থানীয় ইউপি মেম্বারের কাছে সংরক্ষণ করা হয়েছে। অভিযোগে জানা যায়, সোমবার সকালে পাইকগাছা উপজেলার মেলেকপুরাইকাটি গ্রামের মৃত হরিপদ সাধুর ছেলে মদন সাধু ও তার ভাগ্নে বনবিভাগের কর্মকারী চম্পক সাধু প্রায় অর্ধলাখ টাকার তিনটি মেহগনি গাছ কাটতে থাকলে এলাকাবাসী বাধা দেয়। বিষয়টি সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি সহকারী কমিশনার (ভূমি) এর মাধ্যমে গাছ কাটা বন্ধ করে দেন। এ সময় কর্তনকৃত যাবতীয় গাছের অংশ স্থানীয় ইউপি মেম্বার শেখ জাকির হোসেন লিটনের হেফাজতে সংরক্ষণ করা হয়। এ ব্যাপারে বনবিভাগের কর্মচারী চম্পক সাধু জানান, গাছগুলো তাদের লাগানো। তাই তারা কাটছিলেন। এজন্য বনবিভাগের অনুমোদন নেয়া হয়েছে। উপজেলা বনকর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছ কর্তন বন্ধ করা হয়েছে। ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী ও গদাইপুর ইউপি চেয়ারম্যান প্রশিক্ষণে বাইরে থাকার কারণে এই মুহূর্তে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তারা আসলেই ব্যবস্থা নেয়া হবে।