নিউজ নেটওয়ার্কের কর্মশালা শুরু যশোরে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে নারী ও বালিকাদের অধিকার সুরক্ষাকারীদের অ্যাডভোকেসি, লবিং ও নেগোসিয়েশন বিষয়ক ১২ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। নিউজ নেটওয়ার্কের আয়োজনে স্থানীয় সিটি প্লাজা হোটেলের কনফারেন্স কক্ষে সোমবার সকালে এ কর্মশালা শুরু হয়। ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এ কর্মশালা।চার ব্যাচে প্রথম পর্বের এ কর্মশালার উদ্বোধনী দিনে সভাপতিত্ব করেন ও সূচনা বক্তব্য দেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শহীদুজ্জামান। রিসোর্স পারসন ছিলেন উন্নয়ন ও মানবাধিকার কর্মী নিশাত জাহান রানা। সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের যশোরস্থ স্টাফ রিপোর্টার ও নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক সমন্বয়কারী ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। প্রথম ব্যাচের তিন দিনব্যাপী এ কর্মশালায় যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, দৈনিক সত্যপাঠের নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, প্রেসকাব যশোরের দফতর সম্পাদক তৌহিদ জামান, কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক তহীদ মনি, যশোর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রণব দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রুবেল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, দৈনিক সমাজের কথা’র চিফ রিপোর্টার তবিবর রহমান, সাংবাদিক আব্দুল কাদের, মুর্শিদুল আজিম হিরু, রিপন হোসেন, স্বপ্না দেবনাথসহ ধর্মীয় নেতা, শিক্ষক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মীরা অংশ নেন। প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্কের ‘সাপোটিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ওয়ার্কিং ফর উমেনস অ্যান্ড গার্লস রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় যশোরেও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।