যশোরে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১১৩। যশোর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় এই জেলা থেকে ৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার ফলাফলে ৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে ৮ জন সদর উপজেলার অন্য ১ জন কেশবপুর উপজেলার। যশোরে মোট আক্রান্ত ৪ হাজার ১১৩ জনের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৩৮ জন, অভয়নগরে ৪৮৫, শার্শায় ২৭৮, কেশবপুরে ২৭৪, ঝিকরগাছায় ২৬৮, মনিরামপুরে ১৬৪, চৌগাছায় ১৫৯ এবং বাঘারপাড়া উপজেলায় ১০১ জন আক্রান্ত হয়েছেন। অপরদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৪৮ জনের মধ্যে ৩৭ জনই সদর উপজেলার। এছাড়া অভয়নগর ও চৌগাছা উপজেলা থেকে ৩ জন করে, কেশবপুর ও শার্শা উপজেলা থেকে ২ জন করে এবং বাঘারপাড়া উপজেলার ১ জন মৃত্যুবরণ করেছেন।