ফ্রান্সে মহানবী স. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে রাজারহাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোরের জেলা ইমাম পরিষদ রামনগর ও কচুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ফ্রান্সে মহানবী স. এর ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  সোমবার সদরের রাজারহাটে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় হাফেজ ইদ্রীস আলীর সভাপতিত্বে ও মুফতি রফিকুল ইসলাম আনছারী এবং মাও. আব্দুল হাই’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ইমাম পরিষদের উপদেষ্টা মাও. আব্দুল মান্নান। প্রধান বক্তার বক্তব্য দেন, জেলা ইমাম পরিষদের অভিভাবক মাও. নাসিরউল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হালিম, মাও. নাজির উদ্দীন আহম্মদ, মাও. মুফতি আব্দুর রহমান এজাজী, স্থানীয় জামে মসজিদের সভাপতি গিয়াস উদ্দীন প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, ফ্রান্সে মহানবী স. ব্যাঙ্গচিত্র করায় বিশ্বের কোটি কোটি মুসলিমের হৃদয়ে আঘত হেনেছে। বক্তারা সমাবেশ থেকে ফ্রান্সের প্রতি ধিক্কার ও সে দেশের সকল প্রকার পণ্য বর্জন এবং রাষ্ট্রদূত প্রত্যাহারসহ রাষ্টীয়ভাবে পদক্ষেপের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি রাজারহাট থেকে মুড়লী পর্যন্ত প্রদক্ষিণের সময় হাজার হাজার মুসল্লি অংশ নেন।