২৪ ঘণ্টায় করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৩৬

0

লোকসমাজ ডেস্ক ॥ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৬৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১ হাজার ৭৩৬ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৬১ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ২৭ হাজার ৯০১ জন করোনা থেকে সুস্থ হলো। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৩টি ল্যাবে ১২ হাজার ৮৯১টি নমুনা পরীা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৭৮৫ টি। এর মধ্যে আগের কিছু নমুনা ছিল। নতুন ২৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২০ জন ও নারী পাঁচজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন চার হাজার ৫৮৮ জন ও নারী এক হাজার ৩৭৮ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন ও ষাটোর্ধ্ব ১৫ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে দুজন, সিলেট বিভাগে তিনজন ও রংপুর বিভাগে একজন। ২৫ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।  দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২৩ লাখ ৬১ হাজার ৭০২ জনের নমুনা পরীা করা হয়েছে।