অগ্রণী ব্যাংকের দুই কোটি টাকার দুর্নীতি ধরে নিরাপত্তাহীনতায় ব্যবস্থাপক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার দুই কোটি টাকার দুর্নীতি ধরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবস্থাপক নাজমুস সাদাত। ব্যাংকের বরখাস্তকৃত অফিসারদের হুমকীর কারণে জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছেন তিনি। শুক্রবার রাতে কালীগঞ্জ থানায় ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপক নাজমুস সাদাত জিডি করেন (জিডি নং ১৫৩৫)। সাধারণ ডায়েরীতে ব্যাংকটির ব্যবস্থাপক নাজমুস সাদাত উল্লেখ করেছেন, গত ২৮ সেপ্টেম্বর ব্যাংকটির প্রাক্তন ব্যবস্থাপক শৈলেন কুমার বিশ^াস, অফিসার (ক্যাশ) আব্দুস সালাম ও অস্থায়ী মাঠ সহকারী মোঃ আজির আলীকে কৃষি ঋণ বিতরণে জালিয়াতির কারণে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি গত ২২ অক্টোবর শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করার পর কৃষি ঋণ বিতরণে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয় হতে তদন্ত টিম এসে কৃষিঋণ বিতরণে অনিয়ম খুঁজে পায় এবং দায়ী কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে। বরখাস্তকৃত কর্মকর্তাদের কিছু গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে যা তাহার নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ। গত ২৯ সেপ্টেম্বর বরখাস্তকৃত আব্দুস সালামের পক্ষে কিছু মানুষ সন্ধ্যার পর ব্যাংকের সামনে অবস্থান নেয় এবং তার গতিবিধির উপর নজর রাখে। জিডিতে তিনি আরো উল্লেখ করেন, বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম তার ফেসবুক আইডিতে হুমকী মুলক পোষ্ট দিচ্ছেন যা তার নিরাপত্তা ও সম্মানের জন্য হুমকি। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।