সরাসরি ভোটে ঝিনাইদহে সদর ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলা বিএনপির বর্ধিত সভায় সরাসরি ভোটের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সদর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সিলেকশন না হওয়ায় কাউন্সিলররা গোপন ব্যালটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করেন। সদর উপজেলার ১৭টি ইউনিয়নে ৯০ জন কাউন্সিলরের মধ্যে ৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্বন্দি না থাকায় ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন মুন্সি এড কামাল আজাদ পান্নু।

এছাড়া গোপন ভোটের মাধ্যমে সদস্যসচিব নির্বাচিত হন সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আলম। এছাড়া পৌর বিএনপির আহবায়ক নির্বাচিত হন আব্দুল মজিদ বিশ্বাস ও সদস্য সচিব নির্বাচিত হন ঝিনাইদহ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর। পৌর সভার ৯টি ওয়ার্ডের ৫০ জন কাউন্সিলরের মধ্যে ৪৩ জন সরাসরি ভোট দেন। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের উপস্থিতিতে শনিবার ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের জেলা কার্যালয়ে এই ভোট অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমানের সভাপতিত্বে¡ অনুষ্ঠনে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল আলিম, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, এ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু ও আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য জেলা সদস্য সচিব এম এ মজিদ। এছাড়া ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক। সদর উপজেলায় সদস্য সচিব পদে প্রতিদ্বন্দিতা করেন রোকনুজ্জামান রোকন। পৌরসভায় আহবায়ক পদে মোফাজ্জেল হোসেন মুফা ও সদস্য সচিব পদে শাহজাহান আলী প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন। অনুষ্ঠানে বিএনপির, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন, ঝিনাইদহে এই প্রথম ভোটের মাধ্যমে আহবায়ক কমিটি গঠিত হলো, যা সারা দেশে মডেল হিসেবে নজীর সৃষ্টি করলো। তিনি দলকে শক্তিশালী করতে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।