সংবাদ সম্মেলনে আনসার সদস্যের জমি দখলের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের আব্দুল আজিজ নামে এক আনসার ব্যাটালিয়ন সদস্যের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী নুরুন্নাহার। রোববার প্রেসব্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার স্বামী বর্তমানে টাঙ্গাইলে ৩৫ আনসার ব্যাটালিয়নের কর্মরত আছেন। তিনি বাড়িতে না থাকার সুযোগে উলাশী মৌজার ১৪ শতক জমি প্রতিবেশী আব্দুল মজিদ তার ছেলে ফয়সাল টিটু, স্ত্রী রেবেকাসহ একটি সন্ত্রাসী বাহিনী দখল করে নিয়েছে। তারা ওই জমিতে থাকা তিন লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করে দিয়ে সেখানে বাড়ি নির্মাণ করছে। ঘটনার প্রতিবাদ করলে তারা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। বর্তমানে দুটি শিশু সন্তান ও পবিারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এমতাবস্থায় তিনি দখলদারদের হাত থেকে জমি উদ্ধার ও জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নুরুন্নাহার দুই শিশু পুত্র কাজী আব্দুল মুকিত, কাজী আব্দুল মুমিন ও আত্মীয় আজমিরা আক্তার।