রাজস্থানকে বিদায় করে টিকে রইলো কলকাতা

0

লোকসমাজ ডেস্ক॥ জিতলে প্লে অফে যাওয়ার সুযোগ, হারলে বিদায় নিশ্চিত। আইপিএলে এমন কঠিন সমীকরণকে সামনে রেখে রাজস্থান রয়েলসকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইলো কলকাতা নাইট রাইডার্স। সে সঙ্গে এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে স্টিভেন স্মিথের দলের। রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজস্থান। কেকেআর নির্দিষ্ট ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৩১ রানে যায় রাজস্থান। ফলে ৬০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা। এর আগে প্রথমে কলকাতার পক্ষে ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানে ওপেনার নিতিশ রানা বিদায় নেন। দ্বিতীয় উইকেটে রাহুল ত্রিপতিকে সঙ্গে নিয়ে ৭২ রানের জুটি গড়েন শুভমান গিল। এরপর ২৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় কেকেআর। শুভমান গিল ও রাহুল ত্রিপতি ৩৬ ও ৩৯ রান করলেও শূন্য রানে ফেরেন সুনীল নারিন ও দীনেশ কার্তিক।
৭ নাম্বারে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব শুরু করেও বেশিদূর যেতে পারেননি আন্দ্রে রাসেল। মাত্র ১১ বলে তিন ছক্কা ও এক চারে ২৫ রানে ফেরেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। তবে শেষদিকে অধিনায়ক এইউন মরগানের ব্যাটিং তাণ্ডবে ১৯১ রানের পাহাড় গড়ে কেকেআর। দলের হয়ে ৩৫ বলে পাঁচটি চার ও দৃষ্টিনন্দন ৬টি ছক্কার সাহায্যে অপরাজিত ৬৮ রান করেন মরগান। ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই রবিন উথাপ্পার উইকেট হারায় ১৯ রানে, ব্যক্তিগত ৬ রানের মাথায়। বেন স্টোকস ১১ বলে করেন ১৮ রান। স্মিথ ৪, স্যামসন ১, বাটলার করেন ২২ বলে সর্বোচ্চ ৩৫ রান। রাহুল তেওয়াতিয়া ২৭ বলে করেন ৩১ রান। শেষ পর্যন্ত নির্দিষ্ট ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩১ রানে তুলে রাজস্থান। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন প্যাট কামিন্স। ২টি করে উইকেট নেন শিভাম মাভি, বরুন চক্রবর্তী নেন ২টি করে উইকেট। এ জয়ের পর পয়েন্ট টেবিলে সানরাইজার্স হায়দরাবাদকে নিচে নামিয়ে চারে উঠল কলকাতা। আর এই হারের পর আইপিএলের ১৩তম আসর থেকে বিদায় নিতে হচ্ছে রাজস্থান রয়ালসকে।