যশোরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী স. পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী স. পালিত হয়েছে। শুক্রবার যশোরের বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে পবিত্র এই দিনটির তাৎপর্য তুলে ধরে খুৎবা দেন ইমামগণ। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহানবী হযরত মুহম্মদ স.-এর জন্ম ও ওফাত দিবসই হচ্ছে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে ঈদে মিলাদুন্নবী। বিশেষ এই দিবসকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত-বন্দেগী, জিকির, কুরআন তিলাওয়াতসহ নানা কর্মসূচি পালন করেন। এ বছর দিবসটি পবিত্র জুমার দিন হওয়ায় মূলত জুমার খুৎবা জুড়েই ছিলো হযরত মুহম্মদ মোস্তফা স. এর জীবন আদর্শের ওপর আলোচনা। যশোর কালেক্টরেট জামে মসজিদ, দড়াটানা জামে মসজিদসহ প্রতিটি মসজিদেই জুমার নামাজের আগে ইমামরা দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। খুৎবায় রাসূল স. এর পূর্ণাঙ্গ জীবন ও আদর্শ মেনে চলার জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানান ইমামরা। জুমা ছাড়াও এশার নামাজের সময়ও মসজিদে মসজিদে দোয়া ও আলোচনা করা হয়। অনেকে কুরআন তিলাওয়াত ও ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে সারারাত কাটিয়ে দেন। মহিলারা বাড়িতে বসে ইবাদত করেন। অনেক মুসল্লি এ দিবস উপলক্ষে তাদের স্বজনদের কবর জিয়ারত ও দোয়া করেন। শহরের কারবালা সরকারি কবরস্থানসহ বিভিন্ন কবরস্থানে মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করতে দেখা যায়। এদিকে বিশেষ এ দিবস উপলে রাজধানী ঢাকায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময় দিনটির তাৎপর্য তুলে ধরে বয়ান এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। জুমার নামাজের পর রাজধানীর নানা জায়গায় জসনে-জুলুসে ঈদে মিলাদুন্নবী স. উপলে খন্ড-খন্ড মিছিল বের করা হয়।