সুশাসনের সংগ্রামই জাতীয় কর্তব্য: ইনু

0

লোকসমাজ ডেস্ক॥ সংঘবদ্ধ অপরাধী-দুর্নীতিবাজ চক্রকে ধ্বংস করতে সুশাসনের সংগ্রামই জাতীয় কর্তব্য বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। শনিবার (৩১ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়তে জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ধর্মীয় অসহিষ্ণুতা-ধর্মীয় উগ্রবাদ-ধর্মীয় জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে সোচ্চার থাকতে হবে বলেও মন্তব্য করেন ইনু। আলোচনা সভার শুরুতে কর্নেল আবু তাহের বীর উত্তম, কাজী আরেফ আহমেদ, মোশাররফ হোসেন, শহীদ স্বপন চৌধুরী, শহীদ সিদ্দিক মাস্টার, ডা. শামসুল আলম খান মিলন, শাজাহান সিরাজসহ দলের প্রয়াত নেতাদের প্রতিকৃতিতে ফুলের মালা এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নুরুল আখতার, মোখলেছুর রহমান মুক্তাদির প্রমুখ।