নড়াইলে বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ

0

নড়াইল অফিস ॥ নড়াইল পৌরসভার দুর্গাপুর-ডুমুরতলা মৌজায় বসতবাড়ির ৮ শতক জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা রুখতে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেছেন দুর্গাপুরের প্রফুল্ল কুমার বিশ্বাস। আদালত তার অভিযোগটি আমলে নিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রফুল্ল কুমার বিশ্বাস দুর্গাপুর-ডুমুরতলা মৌজায় অবস্থিত ২৭৬৫ নম্বর দাগের ৮ শতক জমির ওপর পৌরসভা কর্তৃক ৯৮৪ নম্বর হোল্ডিং খুলে সেমি পাকা বসতঘর নির্মাণ করে বিদ্যুৎ সংযোগ নিয়ে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। এই জমির ওপর একটি রান্নাঘর, একটি টিউবওয়েল, একটি টিনের ঘর, নির্মাণাধীন একতলা বাড়িসহ বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছ রয়েছে। এই বসতবাড়ি জোরপূর্বক দখলের জন্য গত ২৪ অক্টোবর নড়াইল সদর উপজেলার মুশুড়ী গ্রামের সঞ্জয় সরকার, মিলি সরকার, ভওয়াখালী গ্রামের মহিদুল ইসলাম জমাদ্দার, আলাদাতপুরের শেখ সেলিম, বরাশুলার তরিকুল ইসলাম জোটবদ্ধ হয়ে স্বত্বদখলীয় জমির ওপর নির্মিত বাড়ির সীমানা নিশ্চিহ্ন করে ফেলার অপচেষ্টা চালান। বাড়ির মালিক প্রফুল্ল কুমার বিশ্বাস ও আশপাশের মানুষ এই অনৈতিক কাজের প্রতিবাদ করলে উল্লেখিত ব্যক্তিরা ঘোষনা দেন অচিরেই বাড়ির মালিক প্রফুল্ল কুমারকে জমি হতে উচ্ছেদ করে জোরপূর্বক জমি দখল করা হবে। এ ঘটনার পর থেকে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং জমি দখলের অপচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হতে পারে উল্লেখ করে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাড. জাহিদুল ইসলাম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।