কলারোয়ার হিজলদি কমিউনিটি কিনিকে ‘সিএসজি’ প্রশিক্ষণ

0

কলারোয়া (সাতীরা) সংবাদদাতা ॥ কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের হিজলদি কমিউনিটি কিনিকের আয়োজনে ‘কমিউনিটি সাপোর্ট গ্রুপ’ (সিএসজি) প্রশিণ কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার হিজলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। হিজলদি কমিউনিটি কিনিকের আওতাধীন হিজলদি, গয়ড়া ও সুলতানপুর গ্রামের ১৭ জন করে মোট ৫১ জন প্রশিণে অংশ নেন। উপজেলা পর্যায়ে কমিউনিটি কিনিক স্টাফদের ওরিয়েন্টেশন বিষয়ক প্রশিণ কর্মশালায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় ও কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিণ দেন হিজলদি কমিউনিটি কিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শেফালী খাতুন ও স্বাস্থ্য সহকারী (এইচএ) মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।