সংসদ সদস্য রনজিৎ রায়ের বিরুদ্ধে জাতীয় পার্টি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের জোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টি। বৃহস্পতিবার প্রেসকাব যশোর মিলনায়তনে জেলা জাতীয় পার্টির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে রনজিৎ রায়ের বিরুদ্ধে নিজ দল ও জোটের শরীক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি-মারপিট, বাড়িঘর ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, যশোর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জহিরুল হক জহির।
তিনি বলেন, এমপি রনজিৎ রায় তার নির্বাচনী এলাকায় একজন বিতর্কিত লোক হিসেবে পরিচিত। শূন্য হাতে রাজনীতিতে এসে তিনি ভাগ্যক্রমে আওয়ামী লীগের দলীয় এমপি হিসেবে মনোনীত হয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। নির্বাচনী এলাকায় এবং দলের মধ্যে গণবিচ্ছিন্ন হিসেবে পরিচিত এই এমপি ক্ষমতায় এসে প্রতিপক্ষ রাজনৈতিক দলের দাগি সন্ত্রাসীদের দলে ভিড়িয়ে নিয়ে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শরীক দল জাতীয় পার্টির প্রতিবাদী নেতাকর্মীদের হামলা-মামলা, নির্যাতন নিপীড়নের মাধ্যমে অতিষ্ঠ করে তুলছেন। অথচ এসব বিষয়ে কেউ প্রতিবাদ করলে রনজিত কুমার রায়ের মদদে তার লোকজন আরও বেপরোয়া আচরণ করছে। তিনি বলেন, সংসদ সদস্য রনজিৎ রায় ক্ষমতায় আসার পর বাঘারপাড়ার বন্দবিলার কুখ্যাত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তরিকুল ইসলাম টুটুল, তার ভাই এম.শওকত হোসেন মন্ডল ও যুদ্ধাপরাধী মামলার আসামি আমজাদ হোসেনকে আওয়ামী লীগে যোগদান করার সুযোগ করে দেন। প্রতিপক্ষ দল থেকে আনা এসব লোকজন এমপির মদদে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যে তার বিরুদ্ধ পক্ষদের দমনে মরিয়া হয়ে পড়ে। তারা এমপির প্রত্যক্ষ মদদে নিরীহ নিরপরাধ মানুষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজিসহ গুরুতর অপরাধ করতে থাকে। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০১৮ সালে বাঘারপাড়ার প্রেমচারা গ্রামের আমজাদ হোসেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের হয়। আমজাদ হোসেন রনজিৎ রায়ের খুবই ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ওই মামলার বাদী ও সাক্ষীরা এখন এমপি রনজিৎ রায়ের রোষানলে পড়েছেন। মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে এমপির ইন্ধনে একের পর এক মিথ্যা মামলা, হয়রানি-মারপিট করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এমনকি মামলার বাদী ও স্বাক্ষীদের পক্ষে অবস্থান নেওয়ায় তিনি (অ্যাড. জহির) ও তার পরিবারের লোকজন হয়রানি হচ্ছে বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলন থেকে সংসদ সদস্য রনজিৎ রায়ের এসব অপকর্মের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, সহসভাপতি আব্দুল আজিজ, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।