যশোরে এক ঘন্টার শিশু বিষয়ক কর্মকর্তা মালিহা

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে একঘণ্টার জন্য শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করলো ন্যাশনাল চিলড্রেনস্ টাস্কফোর্স-এনসিটিএফ যশোরের সভাপতি মালিহা নাজনীন মেঘা। বুধবার যশোর শিশু একাডেমি কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এক ঘণ্টার জন্য মেঘাকে এই দায়িত্ব হস্তান্তর করা হয়।
বিশ্ব কন্যা শিশু দিবস ২০২০’ উপলক্ষে এ গার্লস টেকওভারের আয়োজন করে এনসিটিএফ যশোর। অনুষ্ঠানের সহযোগিতা করে প্ল্যান ইন্টারন্যাশনাল, ইয়েস বাংলাদেশ, ইয়থ ফর চেঞ্জ, আইন ও সালিশ কেন্দ্র, সুইডেন। বুধবার বেলা ১১টায় বাংলাদেশ শিশু একাডেমির যশোর কার্যালয়ে মালিহা নাজনিন মেঘাকে দায়িত্ব হস্তান্তর করেন যশোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা মালিহা নাজনিন মেঘা বর্তমান শিশু পরিস্থিতি তুলে ধরেন। তিনি ছেলে শিশুদের থেকে মেয়ে শিশুদের পাসের হার বেশি হওয়া সত্ত্বেও কেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেয়ে শিশুরা ঝরে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন। বাল্যবিয়ের হার কমানোর সুপারিশ করেন এবং করোনাকালীন সময়ে বাল্যবিয়ে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তা কমিয়ে আনার জন্যে সুপারিশ করেন। যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র প্রায়ই হত্যা ও সংঘর্ষের যে খবর পাওয়া যায় তা নিয়ে কাজ করার সুপারিশ করেন। পাশাপাশি তিনি যশোরে শিশুশ্রম বন্ধের জন্য বাবা-মাকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি যশোরকে শিশুবান্ধব নগরী দেখতে চান এমন প্রত্যাশা ব্যক্ত করেন। গার্লস টেকওভার কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে একজন কিশোরী, কন্যাশিশু অথবা তরুণীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারাবদ্ধ হয়। গার্লস টেকওভার কর্মসূচিতে সহযোগিতা করতে পেরে যশোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস আনন্দ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। এছাড়াও অনুষ্ঠানে এনসিটিএফ জেলা ভলান্টিয়ার সোনিয়া আফরিন উপস্থিত ছিলেন।