জার্মানি ও ফ্রান্সে নতুন করে লকডাউনের পরিকল্পনা

0

লোকসমাজ ডেস্ক॥ করোনার দ্বিতীয় দফা সংক্রমণের মুখে নতুন করে লকডাউনের পরিকল্পনা করছে জার্মানি ও ফ্রান্স। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। সম্প্রতি ইউরোপজুড়ে করোনার সংক্রমণ বেড়েছে। গত এক সপ্তাহে এই অঞ্চলে সংক্রমণের হার ৪০ শতাংশ বেড়েছে। বার, অবকাশযাপন কেন্দ্র ও হোটেল বন্ধ করা হবে কিনা এ নিয়ে রাজ্য পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। তবে স্কুল ও নার্সারিগুলো খোলা থাকবে। দেশটিতে লকডাউন শুরু হবে ২ নভেম্বর থেকে। আগের পরিকল্পনায় অবশ্য এই তারিখ ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। ফ্রান্সে একদিনে ৫০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। স্থানীয় সময় বিকেলে ফ্রান্সের লকডাউন সংক্রান্ত বিস্তারিত জানাতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সরকার এক মাসের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে। প্রতিরক্ষা কাউন্সিল ও মন্ত্রিসভা বৃহস্পতিবার রাত থেকে চার সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কিন্তু স্কুলগুলো খোলা থাকার কথাও শোনা যাচ্ছে। তবে বয়স্ক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার ব্যাপারে উৎসাহিত করা হবে। তবে এ ব্যাপারে প্রেসিডেন্ট দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।