দুই কেজি স্বর্ণ ভারতে পাচারের সময় ধরা

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে দুই কেজি স্বর্ণের বারসহ হাসান আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাসান আলী যশোরের কেশবপুর থানার চাদরা গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম মহিউদ্দিন জানান, আটক হাসান আলী স্বর্ণ পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি প্রতিবেশী দেশ ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন। গোপন সংবাদে অভিযান চালিয়ে কাকডাঙ্গা বিওপির নূরে আলমের নেতৃত্বে একটি টহল দল তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করে দুই কেজি স্বর্ণ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।