খুলনায় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুতুল দাহ

0

খুলনা সংবাদদাতা॥ বিশ্বনবী হজরত মোহাম্মদের (সাঃ) ব্যাঙ্গচিত্র এঁকে অবমাননা এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে খুলনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুতুল দাহ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ার বড় খালপাড় এলাকায় এ কর্মসূচি পালন করেন মুসল্লিরা।
জানা গেছে, আসরের নামাজ শেষে বড় খালপাড়স্থ আল-আমিন জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুতুল তৈরি করা হয়। এরপর তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। পরে বড় খালপাড় বাঁধের বাজার মোড়ে কুশপুতুলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আল-আমিন জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা শাফায়াতুল ইসলাম, ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম পলাশ, মো. রবিউল ইসলাম রবি ও মুহাম্মদ নূরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুসল্লিরা বলেন, ‘ধর্মপ্রাণ মুসলমানরা কোনোভাবেই রাসুলের (সাঃ) অবমাননা মেনে নেবে না।’ তারা অবিলম্বে ফ্রান্সের প্রেসিডেন্টের কঠোর শাস্তি দাবি করেন।